স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আসরের শুরুর আগে কত আশা ছিল- তাদের নিয়ে ধারণা করা হচ্ছিল অস্ট্রেলিয়ার পর প্রথম দল হবে যারা শিরোপা ধরে রাখতে সক্ষম হবে কিন্তু টুর্নামেন্ট শুরু থেকেই খাপছাড়া ২০১৯ সালের শিরোপা জয়ী দল ইংল্যান্ড।
একমাত্র বাংলাদেশ বাদে বাকি চার ম্যাচে হেরে এবারের আসর থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল তারা। টিকে থাকতে হলে ভারতের কাছে জয় বাদে অন্য কোনো অপশন ছিল না কিন্তু তা করে দেখাতে পারল না জো রুট-মঈন আলীরা। ফল ভারতের কাছে ১০০ রানের পরাজয়। এতে করে গাণিতিকভাবে টিকে থাকলেও কার্যত ইংলিশদের বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ।