পুলিশ-সাংবাদিকের মোটরসাইকেলে আগুন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকা : রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এরমধ্যে পুলিশ ও সাংবাদিকের মোটরসাইকেলও রয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে এসব মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এরমধ্যে মানবকণ্ঠের সাংবাদিক মনির জারিফের মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর সেগুনবাগিচায় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। এ সময় লাঠিসোঁটা হাতে নিয়ে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

এদিকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল (৩২) নিহত হয়েছেন। তবে তার তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com