টেলেক্সের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২৪১ কোটি টাকা পাচারের মামলা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

টেলিসেবার মাধ্যমে প্রায় ২৪১ কোটি পাচারের অভিযোগে টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে গত রোববার (২২ অক্টোবর) মামলাটি করেন।

দুদকের সচিব মো. মাহবুব হোসেন জানান, মামলার আসামিরা দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর (ক) (২) ধারা লঙ্ঘন করে ২৪০ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৯৯ টাকা পাচার করেছেন। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মূল্য বাবদ ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি অ্যাকাউন্টের মাধ্যমে ওই টাকা বাংলাদেশে আনার বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেননি।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে দেখা গেছে, টেলেক্স লিমিটেড ১৩ মাসে (আগস্ট ২০১২ থেকে আগস্ট ২০১৩ পর্যন্ত) ১০২ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৮৯৭টি আন্তর্জাতিক কিংবা বৈদেশিক ইনকামিং কলসেবা রপ্তানি করে। রপ্তানিকৃত এ সেবার মূল্য বাবদ প্রতি কল মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসেবে মোট মূল্য ৩ কোটি ৬ লাখ ৩১ হাজার ৪০৭ মার্কিন ডলার।

‌‘এসব মার্কিন ডলার আইন মোতাবেক ফরেন রেমিট্যান্স হিসেবে বাংলাদেশে প্রত্যাবসিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এর পরিবর্তে ১ লাখ ৬৪ হাজার ৯১৪ মার্কিন ডলার প্রত্যাবসিত হয়েছে। বাকি ৩ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৪৯৩ মার্কিন ডলার আসেনি,’ বলে এজাহারে উল্লেখ করা হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com