ঢাকা : ছাত্র-যুব সমাজই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ।
শুক্রবার (২০ অক্টোবর) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যে অন্যায় অত্যাচার করেছে যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে দেশের মানুষকে সারা বিশ্বের কাছে অসম্মানিত করেছে আমরা তার জবাব চাই। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বাংলাদেশের জমিনে আমরা কোন অন্যায় অবিচার মানি না, মানব না।
ছাত্র ও যুব সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, আসুন আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি।
এখন আমাদের একটাই লক্ষ্য সরকারের পতন। এজন্য দেশের জনগণকে সঙ্গে নিয়েই দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পরাজিত করা হবে।
ইসলামী ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, উত্তরের সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বাড়ি মাসুদ, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, মাওলানা নেছার উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ, সদস্য মিজানুর রহমান সুমন প্রমুখ।