ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩৭৮৫

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। প্রতিদিনই বহু মানুষের প্রাণহানি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজার ৭৮৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ১২ হাজার ৪৯৩ জন। শুক্রবার এই খবর জানায় আল জাজিরা।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় বিমান হামলা চালানো শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৫২৪ শিশু। এর মধ্যে এক হাজার নারীও রয়েছেন। প্রাণ গেছে ১১ সাংবাদিকের। আর আহতদের মধ্যে রয়েছে দুই হাজার শিশু। আর নারীর সংখ্যা এক হাজার ৪০০।

এদিকে, হামাসের হামলায় এক হাজার ৪০৩ ইসরায়েলির প্রাণ গেছে। এর মধ্যে ৩০৬ ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য, ৫৭ পুলিশ সদস্য রয়েছেন। আর নিখোঁজ প্রায় ১০০। আহত হয়েছেন চার হাজার ৬২৯ জন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com