ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে জুনে অর্থবছর সমাপ্ত করা কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার করতে থাকার মধ্যে পুঁজিবাজারে ফের বীমা খাতে শেয়ারে আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের। কেবল লেনদেনে নয়, দর বৃদ্ধির দিক দিয়ে টানা দুই দিন বীমা খাতের শেয়ারে একচেটিয়া প্রাধান্য ছিল।
তবে সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক, লেনদেন উভয়ই বেড়েছে। সূচক বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসইর সূচক ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়েছে এর মধ্যে স্কয়ার ফার্মার অবদান ৫.৩৭ পয়েন্ট। অন্যদিকে বীমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচকের উত্থান হয়েছে। এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ১টি শেয়ারের দাম কমার বিপরীতে ৪৮টির দাম বেড়েছে।
যা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকে অবদান রেখেছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৯.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬৩.৫৬ পয়েন্টে এবং দুই হাজার ১৪০.৪৪ পয়েন্টে।
ডিএসইর তথ্য মতে, ডিএসইতে ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির বা ২৪.৪৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৬টির বা ২৪.৭৬ শতাংশের এবং ১৫৬টির বা ৫০.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।
এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫.৩২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩.৬৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৬.৮৩ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.৬২ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৩.৩০ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৭৮ পয়েন্টে। তবে সিএসআই ০.৯৫ পয়েন্ট কমেছে।
আজ সিএসইতে ১৫১টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৬ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।