দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার দ্বারপ্রান্তে: দুদু

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

ঢাকা : বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজকের জনসমাবেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের জনসম্মুখে বলতে চাই বাংলাদেশ মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। একটু শুধু ধাক্কা দিতে হবে। বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন, আপনারা তৈরি থাকুন যেকোন মুহূর্তে আন্দোলনের ঘোষণা আসবে। যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সময় সমাগত, রেডি থাকতে হবে। যার যা কিছু আছে, বাঁশের লাঠি হোক আর যাই হোক তা নিয়েই এই অবৈধ সরকারের দুর্গে আঘাত আনতে হবে। যারা আমাদের নেত্রীকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দূর প্রবাসে থাকতে বাধ্য করেছে তাদের মসনদ তসনস করে দিতে হবে।

বিএনপির এই শীর্ষনেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যে অন্যায় অত্যাচার করেছে যে দুর্নীতি করেছে যে লুটপাট করেছে দেশের মানুষকে সারা বিশ্বের কাছে অসম্মানিত করেছে আমরা তার ইঞ্চি ইঞ্চি জবাব চাইবো। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com