গাজার হাসপাতালগুলো নিয়ে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক অফিস জানিয়েছে, গাজার হাসপাতালগুলোর আর ২৪ ঘণ্টা চলার মতো জ্বালানি আছে। খবর বিবিসির।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিসের ওয়েবসাইটে বলা হয়েছে, হাসপাতালগুলোর আর ২৪ ঘণ্টা চলার শক্তি রয়েছে। এরপর তাদের ব্যাকআপ জেনারেটর বন্ধ হয়ে যাবে। ফলে হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।
জাতিসংঘের এমন একসময় এ সতর্কবার্তা দিয়েছে যখন সারা বিশ্বের বিভিন্ন সংস্থা দেশটির পাশে মানবিক ও চিকিৎসা সহায়তা দিতে অনুমতি চেয়েছে। সংস্থাগুলো দেশটির পাশে পানি ও জ্বালানি সহায়তাও দিতে প্রবেশের অনুমতি চেয়েছে।
এদিকে গাজার হাসপাতালের ভয়াবহতা উল্লেখ করে ব্রিটিশ ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা বলেন, বর্তমানে তার হাসপাতালে সহায়তা করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই।
গাজার এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি এক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। তিনি বলেন, ইসরায়েলের উচিত গাজায় সকল প্রকার মানবিক সহায়তা দ্রুত প্রবেশের সুযোগ দেওয়া।
গত সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় হামলা শুরু করে। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবিলা করতে মরিয়া হয়ে আবাসিক এলাকা, হাসপাতাল, মসজিদের মতো স্থাপনাতেও বোমাবর্ষণ করে যাচ্ছে। হামাস যখন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা স্ট্রম নামের সামরিক অভিযান শুরু করে তখন সংঘাতের সূত্রপাত হয়।
এ ঘটনার পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা। তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।