আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলি সেনাদের হামলায় ইসাম আবদুল্লাহ নামে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) লেবাননের দক্ষিণে ইসরায়েলি সেনাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।
রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আলজাজিরা, রয়টার্স ও এএপপি প্রতিনিধিসহ সাংবাদিকদের একটি দল ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করার সময় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ সময় লেবাননে রয়টার্সের একজন ভিডিও সাংবাদিক নিহত এবং আরও ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। এরমধ্যে গুরুত্বর আহত দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন।
প্রেস গেজেট জানিয়েছে, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১০ সাংবাদিক নিহত হয়েছেন।
এদিকে, ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। হামাসকে নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারি বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযান শুরু করল ইসরাইল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর এখন পর্যন্ত ইসরাইলের অন্তত ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইসরাইলের পাল্টা হামলায় গাজায় অন্তত ১ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৮৩ জন শিশু এবং ৩৫১ জন নারী।