আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল উত্তর গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় চলে যেতে বলেছে। ছবি: মিডল ইস্ট আই
ইসরায়েলি হুমকির পরেও গাজা না ছাড়ার প্রতিজ্ঞা করেছে ফিলিস্তিনিরা। তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছে, আমরা গাজা ছেড়ে যাব না। এখানে আর কোনো নাকবার পুনরাবৃত্তি হবে না।
ফিলিস্তিনিরা বলতে চাইছেন যে তারা ইসরায়েললি হুমকিতে বাড়ি-ঘর ছেড়ে যাবেন না। কারণ, ১৯৪৮ সালে একই কায়দায় ইসরায়েল তাদের ঘরছাড়া করে তাদের ভূমি দখল করেছিল।
গাজায় সরকারি মিডিয়া প্রেস কনফারেন্সে ফিলিস্তিনিরা বলেন, ‘যাই ঘটুক না কেন, ১৯৪৮ সালের ওই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। এছাড়া তারাও তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যাবেন না।’
এ সময় ফিলিস্তিনিরা প্রশ্ন করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো কোথায়।
তারা বলেন, গাজার উত্তরে ফিলিস্তিনিদের জোর করে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলিরা মানবাধিকার লঙ্ঘন করছে।
এ সময় তারা জোর দিয়ে বলেন, আমরা আমাদের ভূমি ছাড়ব না।
ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার ফিলিস্তিনিদের তাদের বাড়ি-ঘর ছেড়ে দেওয়ার দাবি করার পর এই সংবাদ সম্মেলন হয়। ইসরায়েল বলেছে, ‘আপনারা দক্ষিণ গাজায় চলে যান। আমরা না বলা পর্যন্ত, উত্তর গাজার ফিলিস্তিনিরা এখানে ফিরে আসবেন না।’
আল জাজিরাকে হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম বলেছেন, গাজার ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে যাবে না। যদিও ইসরায়েল উত্তর গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় চলে যেতে বলেছে।
তিনি বলেন, ‘আমাদের কাছে দু’টি বিকল্প আছে। এই দখলদারিত্বকে পরাস্ত করা অথবা আমাদের বাড়িতে মারা যাওয়া।’
সূত্র : আল-জাজিরা, মিডল ইস্ট আই