আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ছয় দিন ধরে অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সেখানে ছয় হাজার বোমা ফেলার তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
সর্বশেষ সংঘাতের ষষ্ঠ দিন বৃহস্পতিবার দিবাগত রাতে গাজার ৭৫০ টার্গেটে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এর মধ্যে ১২টি আকাশচুম্বী বহুতল ভবন রয়েছে।
একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি বাহিনী এই তথ্য জানিয়েছে। ইহুদিবাদী সেনারা জানিয়েছে, মাত্র এক মিনিটের মধ্যে ওই ১২টি আকাশচুম্বী বহুতল ভবনে মিসাইল নিক্ষেপ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে, বিগত ছয় দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা রিপোর্ট লেখা পর্যন্ত ১,৫৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫০০ শিশু রয়েছে। আহত হয়েছে আরো ৬,৬১২ জন।
অন্যদিকে, হামাসের হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১,৩০০ জন ছাড়িয়েছে। দেশটিতে সেনা সদস্য নিহতের সংখ্যা ২৫৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে ৪৮ জন। সেখানে আহত হয়েছে প্রায় তিন হাজার মানুষ। সূত্র: আল জাজিরা