আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে প্রথমবাবের মতো ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সৌদি আববের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে দুই পরাশক্তির নেতারা ৪৫ মিনিটে ফোনে কথা বলেছেন। এ সময় ফিলিস্তিনের সবশেষ পরিস্থিতি এবং গাজায় ইসরায়েলি বিমান হামলা বন্ধ করা নিয়ে তারা আলোচনা করেছেন।
গতকাল বুধবার (১১ অক্টোবর) এক এক্সবার্তায় ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিকবিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি এসব তথ্য জানিয়েছেন। খবর ইরনার।
মোহাম্মদ জামশিদি বলেছেন, ইব্রাহিম রাইসি ও মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন। এ সময় দুই নেতা ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বন্ধ করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। একই সঙ্গে তারা ইসলামি ঐক্যের ওপর জোর দিয়েছেন।
আলোচনায় তারা এ বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন যে, ফিলিস্তিনে হামলায় যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত এবং সেখানে ইসরায়েলের অপরাধ তাদের জন্যই ভয়াবহ নিরাপত্তাহীনতার কারণ হবে।