চলমান ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন কুয়েতের ৪৫ জন সংসদ সদস্য (এমপি)। একই সঙ্গে ‘দখলদার’ ইসরায়েলকে বয়কট করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
রোববার (৮ অক্টোবর) এক বিবৃতিতে কুয়েতের সংসদ সদস্যরা বলেন, ‘ফিলিস্তিনিদের কাছে এই ধরনের আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। চলমান ঘটনা ইসরায়েলি দখলদারি অপরাধের বিরুদ্ধে এক স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি ফিলিস্তিনিদের আত্মরক্ষার জন্য একটি বৈধ কাজ।’
কুয়েতের সংসদ সদস্যরা ইসরায়েলের দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামে সমর্থন দিতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনকে সমর্থন এবং ইসরায়েলকে বয়কটের জন্য আরব ও মুসলিম দেশগুলোর সরকারের কাছে আবেদন জানিয়ে তারা বলেন, ‘আমরা কুয়েতের জনগণের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দৃঢ় বিরোধী। কারণ, তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না।’
এর আগে শনিবার কুয়েতের নাগরিকরা কুয়েত সিটির ইরাদাহ স্কয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অপারেশন আল-আকসা কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেন। এতে শত শত কুয়েতি নাগরিক অংশ নেন। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশটির পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছিল কুয়েতের আবরাজ টাওয়ার।
এদিকে, ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের সমর্থনে কুয়েতের অবস্থানকে সাধুবাদ জানিয়েছে হামাস।