নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ‘নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে’ বলে জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে, সেখানে সহিংসতা হতে পারে।
জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা (পর্যবেক্ষক দল) জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চান। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার নাকি আন-ফেয়ার হলো তা বোঝা যায় না।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে হোটেল ওয়েস্টিনের লবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের এসব কথা বলেন।
এর আগে বিকেল সোয়া ৩টায় মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেন জাপা নেতারা।
জিএম কাদের ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটি প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), উপদেষ্টা মাসরুর মওলা ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে। আমরা এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।
নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নে জাপা চেয়ারম্যান বলেন, সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ হয়, তবেই আমরা বিবেচনা করবো। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছুদিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সেসব বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে অতীতে কখন কীভাবে নির্বাচন হয়েছে, তা-ও জানতে চেয়েছেন তারা।