আন্তর্জাতিক ডেস্ক : চলমান সংঘাতের মধ্যেই হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।
রোববার (৮ অক্টোবর) ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধের অনুমোদন দেওয়া হয়।
আলজাজিরা ও সিএনএনের তথ্যমতে, মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে ইসরায়েলের আইন অনুযায়ী এখন থেকে যুদ্ধ চালাতে পারবেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে, পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি তারা সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলের অভ্যন্তরেও ঢুকে পড়ে। এরপরই শুরু হয় দুই পক্ষের লড়াই।
পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত উভয় পক্ষের ৬১৩ জন মানুষ নিহত হয়েছে। এরমধ্যে অন্তত ৩০০ জন ইসরায়েলি নিহত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। লাখ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা এই হামলার শক্তিশালী প্রতিশোধ নেব। হামাসের সব জায়গায় হামলা চালানো হবে। আমরা গাজাকে নির্জন দ্বীপে পরিণত করব।
এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধে বিশ্ব দুই ভাগে বিভক্ত। পশ্চিমা বিশ্বসহ বেশ কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিন বা হামাসের পক্ষ নিয়েছে চীন, ইরান, কাতার, সৌদি আরব, লেবানন, তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তান।