ইসরায়েলের পাশে এবার ভারত

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা হামলা চালায় ইয়াহুদীবাদি ইসরায়েল। এতে ইসরায়েলী সেনাসহ নিহত হয়েছেন ৪৩২ জন স্থানীয়। এ ঘটনায় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারতেরমত বন্ধু রাষ্ট্র।

হামাসের রকেট হামলা এবং ইসরায়েলের পাল্টা বিমান হামলায় কয়েক ঘণ্টায় ধ্বংসস্তূপে পরিণত মধ্য প্রাচ্যের এ অঞ্চল। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযানে ৩৫ ইসরায়েলি সেনাসহ আটক হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর এটিই হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা।

হামাসের এই হামলার পরই নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে হামাসের হামলার নিন্দা এবং এমন কঠিন মুহূর্তে ইসরায়েলের পাশে থাকার কথা ব্যক্ত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ইসরায়েলবাসীকে নিরীহ সাব্যস্ত করে মোদি বলেন, ইসরায়েলে সন্ত্রাসী হামলার খবরে বিস্মিত হয়েছি। নিরীহ নিহত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। এমন কঠিন মুহূর্তে আমরা ইসরায়েলের পক্ষে আছি।

অপরদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাহস জুগিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুরনো। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে এবং আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে যুক্তরাষ্ট্র।

পাল্টা উত্তরে নেতানিয়াহু বলেন, এ সমস্যা সমাধানে অভিযান জোরদার এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। এতে সমর্থন দেয় বাইডেন।

এ সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান নেতানিয়াহু।

শনিবার হামাসের মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়লে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন, আর ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ২৩২ জন ছাড়িয়েছে। উভয় দেশে আহতের সংখ্যা হাজারেরও বেশি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com