আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল-অরোরি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতার জন্যই আমরা যুদ্ধ শুরু করেছি।যেকোনো পরিস্থিতির জন্য আমরা এখন প্রস্তুত। এমনকি, আমরা ইসরায়েলের স্থল আক্রমণের জন্যও প্রস্তুত আছি।
শনিবার (৭ অক্টোবর) আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সালেহ আল-অরোরি বলেন, এটা কোনো লক্ষ্যহীন অভিযান নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমার লড়াই চালিয়ে যেতে ও লড়াইয়ের পরিধি বাড়াতে চাই। আমাদের লক্ষ্য একটাই, আমাদের স্বাধীনতা ও আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাবো।
তিনি বলেন, ইসরায়েল এখন গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা চালানোর পরিকল্পনা করছে। আমরা এত সহজে তাদের লক্ষ্য পূরণ হতে দেবো না। আমাদের সেনারা প্রাণপন লড়াই চালিয়ে যাচ্ছে।
হামাসের এই উপপ্রধান বলেন, এরই মধ্যে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি নাগরিকদের বন্দি করেছি। তাদের মধ্যে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারাও রয়েছেন। আমাদের লড়াই চলবে।
এদিকে, হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আলজাজিরাকে বলেছেন, গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে নৃশংসতার মুখোমুখি হয়েছে, তার জবাবেই হামাস সামরিক অভিযান শুরু করেছে। তিনি বলেন, আমরা গাজা উপত্যকায়, ফিলিস্তিনি জনগণের ওপর ও আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতার অবসানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই। এই লড়াই শুরুর পেছনের কারণ এসবই।
এর আগে, শনিবার সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস আকস্মিক রকেট হামলা শুরু করে। এ হামলায় কমপক্ষে ১০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানা গেছে। এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের পালটা আক্রমণে কমপক্ষে ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।