মেক্সিকোতে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন।

শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লার মহাসড়ক দিয়ে যাচ্ছিল। চালক বাসটি দ্রুত চালানোর সময় উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে, যাদের সবাই ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো দিয়ে প্রচুর অভিবাসনপ্রত্যাশী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়ে গেছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে চড়ে মেক্সিকো পার হওয়ার চেষ্টা করে।

চলতি মাসের শুরুতেই মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে এক শিশুসহ অন্তত ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়। নিহতরা সবাই কিউবার নাগরিক ছিলেন।

উল্লেখ্য, মেক্সিকান কর্তৃপক্ষ সাধারণত সঠিক কাগজপত্র ছাড়া বাসের টিকিট কিনতে নিষেধ করে। কিন্তু অনেকেই টাকা না থাকায় চোরাকারবারিদের খারাপ বাস ও ট্রাক ভাড়া করে এবং চালকরা পুলিশে হাত থেকে বাঁচতে দ্রুত বাস চালায়। ফলে দুর্ঘটনা ঘটছে। সূত্র : সিএনএন, ইন্ডিয়া টুডে

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com