সরকার তলে তলে ষড়যন্ত্র করে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তলে তলে কখনও আপোস হয় না, ষড়যন্ত্র হয়। সরকারের মন্ত্রী, এমপিরা এখন তলে তলে ষড়যন্ত্র করছে। বিএনপির আন্দোলন তীব্র হলে সরকার তলে তলে তলিয়ে যাবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, জনগণের ভিত্তি নেই বলে পুলিশের উপর নির্ভর করছে এই অবৈধ ফ্যাসিবাদি সরকার, তারপরও সরকার নিজেদেরকে নিরাপদ মনে করছে না। এখন তলে তলে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, গ্রামীণ বস্তির ঝগড়াটে মহিলাদের মতো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজেবাজে কথা বলছেন শেখ হাসিনা। মানুষ এখন রাস্তায় নামা শুরু করেছে, কোন ষড়যন্ত্র করেই মানুষের এই গতিরোধ করতে পারছে না সরকার। তাই বেগম জিয়াকে নিয়ে কুৎসিত, বস্তির মহিলাদের মতো কথা বলছেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। এখন তাকে হত্যার উদ্দেশ্য বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন।
রফিকুল মজনু মুক্তি পরিষদ আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ, শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।