আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সোমবার গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হলো পশ্চিমা দেশগুলোতেই ব্যাপকভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
রাইসি বলেন, পশ্চিমারা ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা ২০ বছর ছিল। সেই ইতিহাসও হত্যা ও ধ্বংসে ভরপুর।
ইরানি প্রেসিডেন্ট এ সময় মন্তব্য করেন পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে। তিনি বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে। এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা।