আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দুই হামলাকারীর একজন ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসীর একজন বিস্ফোরণে নিহত হয়েছেন এবং অপরজনকে কর্তৃপক্ষ নিষ্ক্রিয় করেছে। তিনি আরও জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এর আগে, তুরস্কের গণমাধ্যম জানায় পার্লামেন্ট ও মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আত্মঘাতী বোমা হামলার ঘটনার পর আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গ্রীষ্মকালীন বিরতির পর তুরস্কে পার্লামেন্ট অধিবেশন আবারও শুরু হচ্ছে, যেখানে বেলা ২টার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উপস্থিত থাকার কথা রয়েছে।