আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম-আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে, শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে শনিবার এ বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ জন নিহত হন। সেইসঙ্গে ওই অঞ্চল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে, গাড়ি, মোটরবাইক ও ট্যাক্সিগুলো জ্বালানি নিতে আসে।
এ ঘটনায় দেশটির বিচারমন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এক বিবৃতিতে প্রসিকিউটির আব্দউবাকি আদামবংগ্লে বলেন, বিস্ফোরণের ঘটনায় পুরো স্টোর পুড়ে গেছে। এ ঘটনায় ৩৫ মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে। এতে একডজনের বেশি লোক গুরুতর আহত হয়েছেন।
বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায়শই ঘটে থাকে।
স্থানীয় এক বাইকচালক বলেন, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারব না।
স্থানীয় আরেক বাসিন্দা জানান, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। তবে, বিস্ফোরণে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না।