আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুন ও আশপাশের এলাকাগুলোয় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মিয়ানমারের নাবেক রাজধানী ইয়াঙ্গুন দেশটির বৃহত্তম শহর প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরটিতে প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করে।
ভূতাত্ত্বিক গঠনের কারণে দেশটিতে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি প্রাকৃতিক ঘটনা।