সিনিয়র করেসপন্ডেন্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবার বিএনপির ডু অর ডাই আন্দোলন। গণবিরোধী সরকারকে হটাতে যা যা করা দরকার তাই করা হবে। প্রয়োজনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসুচি দেব।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শুরু হওয়া রোডমার্চ পথসভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আজ ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে এটা আমাদের জন্য কোন আনন্দের বিষয় না। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেন। জনগণ যদি আপনাকে মাফ করে তাহলে আমাদের কিছু বলার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। আমরা এখনো হরতাল অবরোধের মতো কর্মসূচি করি নাই। করবো না এটাও বলিনি।
এই সময় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। শুধু দেশের মানুষ নয় বর্তমান সরকারের ওপর বিদেশিদেরও আস্থা নেই।
তিনি বলেন, বেগম জিয়াকে আটক করে আবারো ভোটচুরির পাঁয়তারা করছে সরকার। বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। তার এ অবস্থা কেন তার জবাব দিতে হবে। জেলে তাকে কি করা হয়েছে বলতে হবে।খালেদা জিয়ার জেল জীবনের প্রতিটি ঘণ্টা, দিন, মাস বুঝিয়ে দিতে হবে ক্ষমতাসীনদের। কেউ মাফ পাবেনা। জনগণ তাদের ছাড়বেনা। ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না।
আমির খসরু আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, বলে দিয়েছে। আজকে গণতান্ত্রিক বিশ্ব তাদের সাথে নাই। পুরো বিশ্ব আওয়ামী লীগের বিপক্ষে।