ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের চাইনিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগের শিক্ষার্থী এবং জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। দুর্ঘটনায় ফিরোজের মৃত্যু হয়েছে না কি তিনি আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি।
কয়েকজন শিক্ষার্থী বলেন, রাতে হঠাৎ করেই জোরে আওয়াজ হয়। তারপর সবাই নিচে নেমে ফিরোজকে পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা মেইলকে ফিরোজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, এখন মেডিকেল ছাড়পত্রের অপেক্ষায় আছি। ফিরোজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকার পথে রওনা দেওয়ার কথা জানিয়েছেন।