ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে-৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা সারাদেশের সকল জেলা ও মহানগরে দোয়া ও মিলাদ মাহফিল। কেন্দ্রীয় ভাবে বাদ আসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নানা শারীরিক জটিলতা নিয়ে গত মাসের ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে।