স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে আগেই প্রাথমিক দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ১৮ সদস্যের দল দিয়েছিল তারা। এখান থেকে কাটা ছেঁড়া করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নেই বড় কোনো চমক।
বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। অস্ট্রেলিয়া গতকাল (৫ সেপ্টেম্বর) নিজেদের ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে আইসিসির দফতরে। যদিও অনেক বোর্ডই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি। তবে ভারত, দক্ষিণ আফ্রিকার পর, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে তাদের দল প্রকাশ করলো।
বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাজয়ী দলটাকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। সম্ভাবনা থাকলেও চূড়ান্ত দলে ঠাঁই হয়নি মার্নাস লাবুশেনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দারুণ পারফর্ম করা তানভীর সাঙ্গাও নেই ঘোষিত দলে। নেই নাথান অ্যালিসও।
যদিও এখনো সুযোগ থাকছে দলে পরিবর্তন আনার। বোর্ডের প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল আনা যাবে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জস ইংলিস, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।