ঢাকা : গত ১৭ জুলাই কালুখালীর পাতুরিয়া এলাকার একটি পাট ক্ষেতে থেকে অজ্ঞাত মৃতদেহের মাথার খুলি, চুল ও হাড়সহ দেহের বিভিন্ন অংশ পাওয়া যায়। উক্ত মৃতদেহের পাশে পড়ে থাকা ভ্যানেটি ব্যাগ, পায়ের স্যান্ডেল, পরিহিত জামা ও ওড়না দেখে নিহতের পিতা আবুল কাশেম মৃতদেহটি তার ছোট মেয়ে জান্নাতুল নেছার (১৯) বলে শনাক্ত করে। আবুল কাশেম ব্যাপারী জানায় গত ৫ জুলাই দিবাগত রাতে বাড়ীর কাউকে কিছু না বলে তার মেয়ে জন্নাতুল নেছা বাড়ী হতে বের হয়ে যায়।
মেয়ের লাশ সনাক্ত করলে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহেতর বাবা। কালুখালী থানা পুলিশ নিবিড়ভাবে তদন্ত শুরু করে।
পুলিশ অভিযান পরিচালনা করে গত ৮ আগস্ট মোঃ মাহফুজ মন্ডল নামে এক জন আসামীকে গ্রেফতার করে। আসামী মোঃ মাহফুজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে ২ স্টেম্বের শনিবার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। ৩জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রবিউল খান (২১), মোঃ হাকিম মন্ডল (২০), মোঃ হাসিব খান (২০)।
দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। পুলিশ সুপার বলেন গ্রেফতারকৃত আসামীরা সকলেই পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। আসামীরা জান্নাতুল নেছা’কে প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে বের করে এনে ধর্ষণ করে হত্যা করে।