বেনাপোলে ড্রেন থেকে ২৩টি ককটেল উদ্ধার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

বেনাপোল : বেনাপোলে ড্রেন থেকে তাজা ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থলবন্দরের ৩৫ নম্বর কেমিকেল গোডাউনের পাশের ইউনুস মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেনে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুস মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মার্কেটের একটি মুদি দোকানের পেছনের ড্রেন থেকে ২৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো বালতির মধ্যে পানিতে ভিজিয়ে থানায় রাখা হয়েছে। কে বা কারা এ ককটেল রেখেছেন তা বের করার চেষ্টা চলছে।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর সংলগ্ন বাদল হোসেন নামে এক বন্দর শ্রমিকের বাড়ি থেকে ১৮টি ককটেল উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় যশোর র্যাব-৬ বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলার পলাতক আসামি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বন্দরের শ্রমিক বাদল হোসেনকে (৪৫) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পোর্ট থানা পুলিশ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com