নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মনন (২২) এবং একই উপজেলার রাজাপুর এলাকার আবির হোসেন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দুই আরোহী মোটরসাইকেলযোগে উপজেলার গড়মাটি থেকে রাজাপুর যাচ্ছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে ট্রাকটি জব্দ করে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।