প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক ইউনুসকে স্বাচিপ থেকে বহিষ্কার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

খুলনা: মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পদ থেকে ডা. ইউনুচ খাঁন তারিমকে অব্যহতি দিয়েছে আওয়ামী লীগপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

তিনি স্বাচিপের খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

খুলনা বিএমএ মিলনায়তনে বুধবার বিকেলে জরুরি বৈঠক থেকে ওই সিদ্ধান্ত নেয় নির্বাহী কমিটি।

খুলনা জেলা স্বাচিপের যুগ্ম সম্পাদক নিয়াজ মুস্তাফী চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশে খুলনা জেলা স্বাচিপের নির্বাহী কমিটির জরুরি বৈঠক বসে। নির্বাহী কমিটি মনে করে তারিম প্রশ্নফাঁসের মতো গুরুতর অন্যায়ের সঙ্গে সরাসরি জড়িত। তার ওই অপরাধের দায় স্বাচিপ নিতে চায় না।

‘এ কারণেই আজকের (বুধবার) বৈঠক থেকে তারিমকে সংগঠনটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠক থেকে।’

চিকিৎসক তারিম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়া বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য তিনি। ছাত্রাবস্থায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ডা. তারিম খুলনার ‘থ্রি ডক্টরস’ নামের একটি মেডিক্যাল কলেজ ভর্তি কোচিং সেন্টারের উপদেষ্টা। প্রায় দেড় যুগ ধরে তিনি মেডিক্যাল ভর্তি কোচিংয়ের সঙ্গে যুক্ত। ওই কোচিং সেন্টারের বিরুদ্ধে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

গত ১৮ আগস্ট সকালে খুলনা নগরের বাইতিপাড়ায় নিজ বাড়ি থেকে তারিমকে আটক করে ঢাকা সিআইডির একটি দল। পরে তাঁকে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে ২০১৯ সালে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তাকে একবার আটক করেছিল জেলা প্রশাসন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com