নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের ইতিহাস

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩

স্পোটর্স ডেস্ক: দীর্ঘ দিন ক্রিকেটের সাথে থাকলেও বড় দলের বিরুদ্ধে জয় পাচ্ছিলো না আরব আমিরাত। তবে এবার চমক দেখিয়েছে আমিরাতের ক্রিকেটাররা।ইতিহাস গড়ে প্রথমবারের মতো তারা হারিয়েছে নিউজিল্যান্ডকে।

শনিবার (১৯ আগস্ট) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। ১৪২ রানের টার্গেট ২৬ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে আমিরাত। এতে করে সিরিজে ১-১ সমতা ফিরলো।

মার্ক চ্যাপম্যানের ৬৩ এবং ক্যাড বয়েস (২১) ও জিমি নিশামের (২১) মোটামুটি রানে ১৪২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। এছাড়া বলার মতো আর কেউই রান পাননি। বল হাতে আফজাল খান ২০ রানে ৩টি এবং জাওয়াদুল্লাহ ১৬ রানে দুটি উইকেট নেন।

১৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো রান করার আগেই অরন্য শর্মা ফিরে গেলে ম্যাচ হারের আশঙ্কা দেখা দেয় আমিরাত শিবিরে। কিন্তু কিন্তু দলনায়ক ওয়াসিমের ২৯ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস সেই শঙ্কা উড়িয়ে দেয়। বৃত্ত অরবিন্দ ২৫, আসিফ খান অনবদ্য ৪৮ ও বাসিল খান ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আমিরাতের প্রথম জয় এটি। ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে একবার ১৯৯৬ বিশ্বকাপে। সেবারও হেরেছিল আর দুদিন আগে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল। কিন্তু আজকের জয়ে আমিরাতে উল্লাসের সাথে রচিত হলো ইতিহাস।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com