ঢাকা : বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের মধ্যে আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকার অবস্থান ১৬তম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ৯০। বাতাসের এই মানকে মাঝারি বা অপেক্ষাকৃত ভালো বলে গণ্য করা হয়।
আজ বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। শহরটির স্কোর ১৫৬। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৩৯। এছাড়া ১৩৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর।
বিশ্বের বেশ কিছু বড় বড় শহর তীব্র বায়ুদূষণের শিকার। সেই হিসেবে রাজধানী ঢাকার বায়ুমানে আজ কিছুটা স্বস্তির খবর রয়েছে। বৃষ্টির কারণে ঢাকার বায়ুমানে মাঝে মাঝে এমন উন্নতি দেখা যায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বায়ুদূষণের শীর্ষ ১০ শহরের তালিকায় ঢাকা উঠে আসলেও আধা ঘন্টার মধ্যে তা নেমে গেছে।
এদিন সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১০৪ স্কোর নিয়ে ঢাকার অসস্থান ছিল ৮ নম্বরে; যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। কিন্তু সকাল ৯টায় তার পরিবর্তন আসে। এ সময় মেগাসিটি ঢাকার অবস্থান ১৬তম স্থানে নেমে আসে।