বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় পৃথক বজ্রপাতে দুজন মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ফাইতং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালিপাড়ার মৃত ইসহাকের ছেলে মোহাম্মদ এনাম (৫০) ও মৃত নবী হোসেনের ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম (২২)।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে এদিকে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বজ্রপাতে দুই কৃষকের চারটি গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাত দিয়ে বাসু কুমার দে বলেন, রাতে গরুগুলো গোয়ালে বাঁধা ছিল। রাতে প্রচণ্ড বজ্রপাত হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি গরু তিনটি মরে পড়ে আছে। বজ্রপাতে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।