আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে দুই কিশোর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনাকে এই অঞ্চলে অব্যাহত সহিংসতার মধ্যে সর্বশেষ রক্তপাত বলছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, নিহত এক কিশোরের নাম মুহাম্মাদ ফুয়াদ আত্তা আল-বায়েদ। তার বয়স ১৭। রামাল্লার পাশে উম সাফা গ্রামে ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয় সে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, রামাল্লার উত্তরে জালাজোন শরণার্থী শিবিরের ছেলেটিকে মৃত্যুর আগে ইস্তিশারি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী সরাসরি গোলাবারুদ, টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করেছিল।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, মুখোশধারী সন্দেহভাজনরা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর ও ঢিল ছুড়ে মারার পর আধাসামরিক সীমান্ত পুলিশ ইউনিটের এক সদস্য গুলি চালায়।
বন্দুকের গুলিতে একজন আহত হওয়ার কথা স্বীকার করলেও তার বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। তারা বলছে, সেনারা পাথর নিক্ষেপ ও বিস্ফোরক ছোড়ার প্রতিবাদে গুলি চালায়। যে সন্দেহভাজনকে তারা আহত করেছে তিনি বোমা নিক্ষেপ করেছিলেন।
ফিলিস্তিনি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মতে, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের নাবলুস গভর্নরেটে দ্বিতীয় গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং অন্য একজন গুরুতর আহত হয়।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা একটি গাড়িতে গুলি চালিয়েছে।