ঢাকা: অবৈধ কিডনি ক্রয় ও বিক্রয় চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র্যাবের মিডিয়া ইউংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, কিডনি বিক্রি চক্রের মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কিডনি বিক্রির অঙ্গীকার নামা এবং ভুক্তভোগীর সঙ্গে চুক্তির এফিডেভিট কপি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।