আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে সোমবার দক্ষিণ কোরিয়ার ভূগর্ভস্থ সড়ক থেকে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৯ জনে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিউলভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার চেওংজুর নিকটবর্তী একটি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে যাওয়ায় ওসং ভূগর্ভস্থ সড়ক প্লাবিত হয়। এ ঘটনায় ডুবে যাওয়া বাসের চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ইয়োনহাপের খবরে বলা হয়, ফায়ার কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযানের মাধ্যমে আন্ডারপাসে জলাবদ্ধ ১৬টি যানবাহন উদ্ধার করতে পেরেছে।
উদ্ধারকারীরা নিখোঁজ হওয়া আরও একজনের সন্ধান অব্যাহত রেখেছে, কিন্তু কেন্দ্রীয় আন্ডারপাস এলাকা কোমর পর্যন্ত কাদামিশ্রিত পানিতে আটকে থাকায় উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে।
বন্যা ও ভূমিধসে সোমবার সকাল ছয়টা পর্যন্ত নয়জন নিখোঁজ ছিলেন। এ দুর্যোগে ৩৪ জন আহত হয়েছেন।