ঢাকা : র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার-বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করেছি। এ ছাড়া র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা তার (উজরা জেয়া) কাছে অনুরোধ জানিয়েছি।
তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বুধবার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে উভয়পক্ষ আলোচনা করেছে।
বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্র সচিব ছাড়াও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি ওয়াশিংটনের পক্ষে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর উপস্থিত ছিলেন।