আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে একটি বাজরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একদল মুখোশধারী। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, একদল মুখোশধারী মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের একটি বাজারে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোর প্রসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ৯ জনের মধ্যে ৮ জন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান।
স্থানীয় সময় সোমবার হওয়া এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।
টোলুকার ওই বাজারটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন। বাজারটিতে স্টল বসানো নিয়ে দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময় বেশ কয়েক দফায় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।