ঢাকার বায়ু আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩

ঢাকা : বায়ুদূষণের শীর্ষে আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল ৮টা ২৯ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দুবাইয়ের স্কোর ১৭০ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহার এবং শহরটির স্কোর ১৬০। এর অর্থ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণমাত্রার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ১৫৪ অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর।

এদিকে, তালিকায় ২২ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা এবং স্কোর ৭৩ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com