যশোর: যশোর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের চালকসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে কয়েকজন যশোরে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যানটি যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছলে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মুছাসহ পাঁচ যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একই পরিবারে পাঁচ জনসহ মোট সাতজন নিহত হয়েছেন। এখনও উদ্ধার অভিযান চলছে। সবার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।