ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২ জুলাই, ২০২৩

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিন বন্ধ ছিল পুঁজিবাজার। সেই ছুটি কাটিয়ে রবিবার লেনদেনে ফিরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসই। কিন্তু প্রথম দিনেই ডিএসইতে সূচক ও লেনদেনে পতন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দেশের প্রধান পুঁজিবাজারে এদিন সূচক ও লেনদেন কমলেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, দর কমেছে ১১৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।

রবিবার ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫৪ কোটি ৬৬ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৪ পয়েন্টে।

রবিবার সিএসইতে ১৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৪৮ টির এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com