স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে এক প্রকার অনিশ্চিত শাই হোপদের বিশ্বকাপ খেলার স্বপ্ন। বাছাই পর্বের সুপার সিক্সের লড়াই শেষ হওয়ার পরই ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। আসন্ন টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন একাধিক উইন্ডিজ তারকা।
দুই ম্যাচ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলের মিশন শুরু হচ্ছে ১২ জুলাই। এই সফরকে সামনে রেখে রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারত আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। গতকাল প্রাথমিক দল ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
১৮ সদস্যের দলে জায়গা পাননি জ্যাসন হোল্ডার, কাইল মেয়ার্স, আলজারি যোসেফ ও রোস্টন চেজের মতো তারকা ক্রিকেটাররা।
১২ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২০ জুলাই পোর্ট অব স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
১৮ সদস্যের টেস্ট দল:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, জারমাইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ত্যাগনারায়ণ চন্দরপল, রাহকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আকিম জর্ডান, জাইর ম্যাকঅ্যালিস্টার, কির্ক ম্যাকেনজি, মারকুইনো মিন্ডলে, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, কেমার রোচ, জয়ডেন সিলস ও জোমেল ওয়ারিকান।