লালমনিরহাট: লালমনিরহাটের বিমানবাহিনী নিয়ন্ত্রিত এয়ারপোর্টের রানওয়ের পাশে ভুট্টা ক্ষেতে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ৯৯৯ ফোন পেয়ে পুলিশ মুর্মূষু অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতার বড় বোন। ঘটনা অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) সকালে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্য ও ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী জানায়, প্রায় দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করা সোহাগ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সস্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে তার প্রেমিকের সঙ্গে ঘুরতে আসে লালমনিরহাট এয়ারপোর্টের রানওয়ে এলাকায়। এরপর সন্ধ্যা হলে মেয়েটি তার প্রেমিককে বাড়িতে যাওয়ার কথা বলে। কিন্তু ভুট্টা ক্ষেতে আগে থেকেই লুকিয়ে ছিল প্রেমিক সোহাগের আরও দুই বন্ধু। প্রেমিক সোহাগ তার বন্ধুরা কলেজছাত্রীকে ধর্ষণ করে। এতে ওই ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা কলেজছাত্রীর মোবাইলসহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি মো. এরশাদুল আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ ভুক্তভোগী ছাত্রীর মেডিকেল টেস্ট ও জবানবন্দি গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।