আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে তীব্র গরমে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৪ জন ব্যক্তিই উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের অধিকাংশই ষাটোর্ধ্ব। শুক্রবার (১৬জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির চিফ মেডিক্যাল অফিসার (সিএমও) ড. জয়ন্ত কুমার বলেছেন, বালিয়া জেলাতে প্রচণ্ড গরম পড়ছে। আর গরমে অসুস্থ হয়ে অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ৩৪জন মারা গেছেন। এর মধ্যে ১৫জুন ২৩জন এবং ১৬জুন ১১জন মারা গেছেন।
চিফ মেডিক্যাল অফিসার বলেছেন, হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছেন তারা বিভিন্ন রোগে ভুগছেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা এই তীব্র গরম সহ্য করতে পারছে না। এ সময় তিনি জনসাধারণকে হিট স্ট্রোক এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেন।
বালিয়াসহ উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। ইন্ডিয়া মেটিওরোলোজিক্যাল ডাটা অনুসারে, শুক্রবার (১৬জুন) বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা সাধারণ তাপমাত্রার চেয়ে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।