ঢাকা: রাজধানীতে মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মেরুল পূর্ব বাড্ডা এলাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে থাকা একটি আট তলা আবাসিক ভবন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন।
তিনি বলেন, রাত তিনটার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো সুরতহাল হয়নি।