আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের তরঘার জেলায় বজ্রপাতে দুটি বাড়ির দেয়াল ধসে একই পরিবারের ১০ জনসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রবিবারের এ দুর্ঘটনায় নিহত বেশিরভাগই নারী ও শিশু।
শনিবার রাত থেকেই টানা বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি ভূমিধসে অঞ্চলটির বেশিরভাগ সড়কই বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ ফাওয়াদ। আকস্মিক বন্যায় বেশিরভাগ মরদেহই ভেসে গেছে। পরে সেগুলো উদ্ধার করা হয়।
খবর ডন