ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমি নিশ্চিত এই বছরের মধ্যেই এই স্বৈরাতন্ত্র, ফ্যাসিবাদ সরকারের পতন হবে এবং বাংলাদেশকে নিয়ে শহীদ জিয়া, মুক্তিযোদ্ধারা, দেশের জনগণ যে স্বপ্ন দেখতেন মানবতায় পরিপূর্ণ, সাম্য গণতান্ত্রিক বাংলাদেশ। সে বাংলাদেশে পরিণত হবে।’
মঙ্গলবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘একটা ভয়ংকর বাংলাদেশে আমরা বাস করছি। খাবার নাই, চাকরি নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, চিকিৎসা নাই,শিক্ষা নাই। শুধু নাই আর নাই। দেশে হাহাকার পড়ে গেছে। এই বাংলাদেশ শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ না। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ ছিল মানবতায় পরিপূর্ণ। স্বাধীন গণতন্ত্র বাংলাদেশ। দেশের মানুষ দু’বেলা পেট ভরে খেতে পারবে। এমন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন।’
তিনি বলেন, ‘শহীদ জিয়া যখন রাষ্ট্রপতি হলেন তখন বাংলাদেশের অবস্থা ছিল হাহাকার। কোনো রাজনৈতিক দল ছিল না। দেশের সেই করুন অবস্থা থেকে তিনি দেশকে একটি পরিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন। মর্যাদা পূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলেন। তিনি ছিলেন বাংলার রাখাল রাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে যিনি ক্ষমতায় ছিলেন তার আমলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ-লক্ষ মানুষ মারা গিয়েছিল। বর্তমানেও একই পর্যায়ে চলে যাচ্ছে দেশ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘আপনার উদ্দেশ্যে একটাই কথা আপনি পদত্যাগ করুন। অসহনীয় পরিবেশ থেকে বাংলাদেশকে মুক্তি দেন। ভোট ডাকাতি করে চুরি করে ১৫ বছর ধরে আপনি ক্ষমতায় আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে। বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকের অর্থ সরানো হয়নি।’
তিনি বলেন, ‘দেশ এক ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই সংকট মোকাবেলা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে প্রয়োজন। আর উনাদের আসতে হলে এই সরকারের পতন করতে হবে। আর সরকারের পতন করতে হলে আন্দোলন আরো জোরালো করতে হবে। আর জোরালো আন্দোলন করতে হলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করতে হবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।