ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলায় মেহেদি মৃধা (২৩) নামের রাজমিস্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৪ জুন) দিনগত রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি মৃধা পৌর সদরের কামারগ্রাম মৃধা বাড়ি এলাকার সালাম মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর সদরে পূর্ব শত্রুতার জেরে রোববার রাতে বাড়ির পাশে সুমনের দোকানের কথা বলে বাড়ি থেকে বের হন মেহেদি। পরে রাত পৌনে দশটার দিকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার মুরগি ফার্মের পাশে স্থানীয়রা তাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, রাত নয়টার দিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শুনতে পারি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বাড়ির পাশে সাইদদের সঙ্গে বিরোধ ছিল। তারা আমাদের নামে মামলা করেছে। তারাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
এ ব্যপারে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।