স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে রিয়াল মাদ্রিদের ভক্ত সমর্থমকরা অনেক বেশি উচ্ছ্বসিতই ছিলো বলা চলে। তবে গত গ্রীষ্মকালীন দলবদলের পর থেকে সে উচ্ছ্বাসে ভাটা পড়েছে বেশ। ফরাসি তরুণ এ ফুটবলারের স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা ছিল টক অব ডযা টাউন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পিএসজির সাথে আবারও চুক্তি নবায়ন করেন এমবাপ্পে। আশাভঙ্গ হওয়ায় রিয়াল মাদ্রিদও সরে আসে তাকে পাওয়ার দৌড় থেকে।
এমবাপ্পে ফরাসি জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন করার পরও অনেকেই দাবি করেছেন ফরাসি এ ফুটবলার একসময় রিয়াল মাদ্রিদে আসবেনই। তবে এবারের দলবদলের মৌসুম প্রায় চলে এলেও এখনো মাদ্রিদের সাথে এমবাপ্পেকে জড়িয়ে কোনো গুঞ্জন এখনো না ছড়ালেও এ ব্যাপারে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
রিয়ালের নগর প্রতিদ্বন্দী এ কোচে এখনও দেখছেন এমবাপ্পের রিয়ালে আসার সম্ভাবনা কেননা রিয়াল সবসময় সেরা খেলোয়াড়দেরই দলে ভেড়ায়। সিমিওনে এমন সময়ে মন্তব্য করলেন যখন গ্যালাক্টিকোদের নাম্বার নাইন করিম বেনজেমার রিয়াল ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর গুঞ্জন ওঠেছে। এতলেতিকো কোচ বলেন, ‘আমি এমবাপ্পেকে মাদ্রিদে আসতে দেখছি কি না? হ্যাঁ, রিয়াল সব সময় সেরা খেলোয়াড়দের দলে টানে। রিয়ালে এমবাপ্পে এবং বার্সেলোনায় মেসির ফেরা লা লিগার জন্য দারুণ ব্যাপার হবে।’
২০২৩-২৪ মৌসুমের পর পিএসজির সাথে এমবাপ্পের বর্তমান চুক্তি শেষ হয়ে যাবে। নতুন করে চুক্তি না করলে অবশ্য ফ্রি এজেন্ট হিসেবেই মাদ্রিদে আসতে পারবেন ফরাসি তারকা। এদিকে একইসাথে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস ও মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে কথা বলেছেন সিমিওনে। ভিনি জুনিয়রের বযালন ডি অর জয়ের সম্ভাবনা নিয়ে এতলেতিকো কোচ বলেন, ‘বর্তমানে যা করছে, সে বিবেচনায় ব্যালন ডি অর জিততে পারে। সে অনেক উন্নতি করেছে। সে এমন খেলোয়াড়দের একজন, যারা ম্যাচ বদলে দিতে পারে। তবে এমবাপ্পে ও ভিনিসিয়ুসের মধ্যে আমি শতভাগ এমবাপ্পেকেই বেছে নেব। আর হলান্ড ও এমবাপ্পের মধ্যেও আমি এমবাপ্পেকে বেছে নেব। অনন্যসাধারণ এই ছেলে সবকিছু খুব ভালোভাবে করে। এটা পাগলামো ছাড়া আর কিছু নয়।’
ভিনি-বেনজেমাদের কোচ আনচেলত্তিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করে সিমিওনে বলেন, ‘আমি কোনো এক পর্যায়ে আনচেলত্তির সঙ্গে দেখা করতে চাই। আমি মনে করি, সে অসাধারণ একজন মানুষ। আমি তাকে ভালোবাসি। হয়তো আমরা একত্র হয়ে কিছু ব্রাজিলিয়ান খেলোয়াড় নিয়ে কথা বলতে পারি, যারা আমার দলে থাকতে পারত (হাসি)।’
দিয়েগো সিমিওনের অধীনে ক্লাব ফুটবলে বেশ উন্নতি করেছে এতলেতিকো মাদ্রিদ। দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা দলটি অবশ্য দুবারই হেরে যায় নগর প্রতিদ্বন্দী রিয়ালের কাছে।